খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫০ জন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক :  বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি খন্দকার মাহবুব হোসেন, প্রাক্তন সম্পাদক সাইদুর রহমান ও গিয়াস উদ্দিন আহমেদ, গোলাম আরশাদ, সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদি, তৈমুর আলম খন্দকার, এ বি এম ওয়ালিউর রহমান, প্রাক্তন সহসভাপতি ফাহিমা নাসরিন মুন্নি, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জামিল আখতার এলাহি, মোহাম্মদ আলী, এ এইচ এম কামরুজ্জামান মামুন, মো. আব্দুল্লাহ আল মাহবুব, এ এন এম আবেদ রাজা, মির্জা আল মাহমুদ, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, মাজেদুল ইসলাম পাটোয়ারী, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, গাজী কামরুল ইসলাম প্রমুখ আইনজীবী এ বিবৃতি দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫০ জন আইনজীবী।

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া এই মামলায় ন্যায়বিচার পাননি। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এ রায় দেওয়া হয়েছে। যে অভিযোগের ভিত্তিতে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে খালেদা জিয়ার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

আইনজীবীরা বলেন, বিএনপি চেয়ারপারসনকে এ দেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টার অংশ হিসেবে এ রায় দেওয়া হয়েছে।

তাদের আশা, খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এবং নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবেন।