খালেদার নাশকতার চার মামলা স্থগিতই থাকছে

স্থগিতই থাকছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া নাশকতার চার মামলা। সচল চেয়ে তিন বছর আগের রাষ্ট্রপক্ষের আবেদন সোমবার (১৭ আগস্ট) খারিজ করে দেন আপিল বিভাগ। এসব মামলায় বেগম জিয়ার সম্পৃক্ততা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন রাষ্ট্র ও আসামিপক্ষ।

২০১৪ সালে নির্বাচনের আগে ও পরে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ি থানায় চারটি মামলা হয়। যে মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেত্রীর নির্দেশে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দলটির কর্মীরা। এ মামলায় অন্য আসামিদের বিচার চললেও তিন বছর ধরে হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে বেগম জিয়ার বিরুদ্ধে কার্যক্রম। মামলা সচল চেয়ে সে সময় আবেদন করলেও সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের এ আদেশে সন্তোষ জানিয়েছেন তার আইনজীবীরা।

আইনজীবী মাহবুব উদ্দিন বলেন, এফআইয়ারে ওনার কোনো নাম ছিল না। চার্জশিটে ওনার নাম দেয়া হয়েছে।

অ্যার্টনি জেনারেল জানান, বেগম জিয়ার নির্দেশেই সে সময় নাশকতা হয়েছিল।

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার নির্দেশেই এই ঘটনাগুলো ঘটেছে। তার আহবানেই হরতাল হয়েছে।

এদিকে, খুব শিগগিরই বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করার কথা জানালেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অ্যাটর্নি জেনারেল বলছেন, আবেদনটি করতে হবে সরকারের কাছে। এ ক্ষেত্রে আদালতের কিছু করার নেই।