‘খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বের মডেল’

বিশেষ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ আজ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে খাদ্য রপ্তানি করছে। সময়োপযোগী খাদ্যনীতি প্রণয়ন ও সঠিকভাবে তা বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মডেল।’

ইতালি সফররত বাণিজ্যমন্ত্রী সোমবার রাতে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে সংস্থাটির ৭১তম সেশনে চতুর্থ মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি দেশের জন্য খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংগত কারণেই খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যেই থাকে। খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির জন্য সময়োপযোগী বাণিজ্যনীতি, বাণিজ্য চুক্তি জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফএওকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল। আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই।’

সভাপতির ভাষণে তোফায়েল আহমেদ আরো বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ভোক্তাদের চাহিদা এবং রুচিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উৎপাদিত খাদ্য পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা না হলে বিশ্ব খাদ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়বে।’

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্ব করা একটি বিরল ঘটনা। এতে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। তোফায়েল আহমেদ সম্মেলনের অর্জন (ডিকলারেশন) সভায় বিস্তারিত তুলে ধরেন।

সম্মেলনে প্রায় ২০ দেশের সংশ্লিষ্ট মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। বিশেষ করে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

তোফায়েল আহমেদ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন, এফএওর ডিডিজি মারিয়া হেলেনা সেমিডো, এডিজি কোসটাস স্টামুলিস, সিএপিইর চেয়ারপারসন মেরিনা লাউরা দা রোচা। এ ছাড়া রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার এবং ইকনোমিক কাউন্সিলর ড. মো. মফিজুর রহমান এ সময় বাণিজ্যমন্ত্রীকে সহযোগিতা করেন।