খাদ্য-ওষুধ নিয়ে মালদ্বীপে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ

বিশেষ প্রতিবেদকঃ  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মালদ্বীপে ১০০ মেট্রিক টন খাদ্য ও ওষুধ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। এসব খাদ্য ও ওষুধ নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বুধবার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মালদ্বীপ সরকারের কাছে এই খাদ্য ও ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে। এসব সামগ্রী পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন, নৌবাহিনী, ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, বাংলাদেশের কিছু ওষুধ কোম্পানি একযোগে কাজ করেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় সহয়তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর আগে করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেওয়া উদ্যোগে সার্ক ফান্ডে বাংলাদেশ দেড় মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।