খাদ্যে ভেজাল বন্ধ না হওয়ায় রওশনের ক্ষোভ

সংসদ প্রতিবেদক : খাদ্যে ভেজাল মেশানো বন্ধ না হওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার দ্বাদশ অধিবেশনের সমাপনী দিনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি অধিবেশনের বক্তব্যে খাদ্যে ভেজালরোধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছিলেন তিনি। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা সংসদ কক্ষে উপস্থিত ছিলেন।

রওশন এরশাদ বলেন, ‘বলেই যাচ্ছি। বকা রাম বলে যায়, কোনো অ্যাকশন হয়নি। এগুলো প্রভাবশালীরা করছে। তারা কারা? জানতে চাই। তাদের কেন ধরতে পারছেন না? মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন। সেই ইচ্ছা তিনি পোষণ করবেন কি না, জানি না।’

তিনি আরও বলেন, ‘সংসদে অনেকবারই বলেছি। মাছের, মুরগির খাদ্য ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি। এত খাদ্য, কিন্তু নিরাপদ খাদ্যের অভাব। আগামী প্রজন্মকে যদি নিরাপদ খাদ্য খাওয়াতে না পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কীভাবে বানাবেন? বিষ খেয়ে যদি বিষ হজম করতে থাকি, তবে কাকে নিয়ে সোনার বাংলা গড়বেন। হাসপাতালে যান দেখেন কী অবস্থা। জায়গা নেই।’