খাতুনগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

খাতুনগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

আবারো অস্থির পেঁয়াজের বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির অজুহাতে ভারতের ব্যবসায়ীরা রপ্তানি কমিয়ে দেয়ায় বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে দাম বাড়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারতের হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধে দেশের বাজারে দেখা দেয় অস্থিরতা। চট্টগ্রামের খাতুনগঞ্জে তখন লাগামহীনভাবে বেড়ে বিক্রি হয়েছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত।

আবারো ১৫ দিন আগে ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ দ্বিগুণ বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকায়। গত বছর বেড়েছিলো ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে আর এবার বাড়ছে সে দেশে বৃষ্টির অজুহাতে।

আরো পড়ুনঃ হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণ পেঁয়াজ-কাঁচা মরিচ আমদানি

এদিকে নানা অসঙ্গতি পাওয়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, পেঁয়াজের মূল্যের বিষয়টা তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নেই।

বছরে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩৫ লাখ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন,৭০ শতাংশ পেঁয়াজ দেশে উৎপাদিত হলেও বাকি ৩০ শতাংশ ভারত থেকে আমদানি হয়।