খাজুরায় ইফটিজিংয়ের দায়ে ৩ জনের ৬ মাসের কারাদন্ড

যশোর(বাঘারপাড়া) প্রতিনিধিঃ যশোরের খাজুরায় ছাত্রী উত্যাক্তের (ইফটিজিং) দায়ে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এরা হলেন ২ নং বন্দবিলা ইউনিয়ানের ৪ নং এর মথুরাপুর গ্রামের  বতর্মান ইউপি সদস্য  বাবলু  রহমানের ছেলে লিখন হোসেন একই গ্রামের শওকত মন্ডলের ছেলে নাজমুস সাকিব পান্তাপাড়া গ্রামের  আব্দুল খালেকের ছেলে বাপ্পারাজ হোসেন।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ তার কার্যালয়ে এ রায় প্রদান করেন।
খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ মথুরাপুর গ্রামের স্কুল পড়ুয়া এক মেয়েকে এরা উত্যাক্ত করে আসছিল। মেয়ের মায়ের অভিযোগে শুক্রবার সকালে তাদের বাড়ী থেকে আটক করা হয়। এদিনই আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ইফটিজিং ও যৌন হয়রানি করার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে এদের ৩ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।