খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ার, নিহত ১

খাগড়াছড়িতে ব্রাশফায়ার

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে, এতে একনারী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এ ব্রাশফায়ার চালায় সন্ত্রাসীরা। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি মো. আব্দুল মালেকের স্ত্রী মোছা. মোর্শেদা বেগম (৪০) গুলিবিদ্ধ হন। পরে তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় তার ছেলে মো. আহাদও গুলিবিদ্ধ হলে তাকেও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় প্রায় শতাধিক গুলির খোসা উদ্ধার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) সকালে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি মো. আব্দুল মালেক জানান, গুচ্ছগ্রামে অবস্থান করা ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আমার স্ত্রী মারা যান।

দিঘীনালার বাবুছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জসীম উদ্দিন জানান, গভীর রাতে ফাঁড়ি পাশেই অবস্থিত গুচ্ছগ্রামে ব্রাশফায়ারের ঘটনা ঘটে। এসময় গুলিতে একজন মারা যান এবং এক শিশু গুলিবিদ্ধ হয়।

ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে মরদেহ বলে জানান তিনি।

ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।