ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পরীক্ষা চালিয়েছে ইসরাইল

ক্ষেপণাস্ত্র

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা আসার দিনই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে ইসরাইল

শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা এজেন্সির সঙ্গে যৌথভাবে এ পরীক্ষা চালানো হয়।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন পরীক্ষা চালানো এ প্রতিরক্ষা ব্যবস্থা দূর পাল্লার যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। অ্যারো-দুই নামের এ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার মাধ্যমে ইসরাইল নিরাপত্তা প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে গেলো বলে দাবি নেতানিয়াহু সরকারের।

ইসরাইলের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি লেবানন ও গাজা থেকে ছোড়া যেকোনো পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করতে সক্ষম এটি।