ক্ষতিগ্রস্ত হওয়ার নামে হজযাত্রী কোটার দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সচিবালয় থেকে : ক্ষতিগ্রস্ত হওয়ার নামে হজযাত্রী কোটার দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।

 

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে সৌদি যেতে নির্ধারিত কোটার অতিরিক্ত আরো প্রায় ৪০ হাজার হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন। এই অতিরিক্ত কোটার জন্য মন্ত্রণালয় থেকে ডিও লেটার দেওয়া হয়েছে। কীভাবে বাড়তি কোটা আদায় করা যায় সেজন্য সৌদি সরকারের সঙ্গে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সৌদি সরকারের অনুমতি পেলে পবিত্র হজ পালনের জন্য কোটার অতিরিক্ত হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো যাবে।’

 

ধর্মমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কিছু হজ এজেন্সি কোটাবঞ্চিত বলে নিজেদের ক্ষতিগ্রস্ত দাবি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এবার এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

সুষ্ঠুভাবে পবিত্র হজ পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে মতিউর রহমান বলেন, ‘হজ চলাকালে আমার মোবাইল সবসময় চালু থাকবে। রাত ৩টায়ও যদি কেউ কোনো বিষয়ে জানতে চায় তাৎক্ষনিক তাকে সমাধান দেওয়া হবে।’

 

মন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের সুবিধার জন্য ফ্লাইটের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। ৩৫টি ফ্লাইটে ৩০০ জনের স্থলে ৪১৯ জন করে ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৫৫৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের গমন করবে। এ পর্যন্ত ৯২ হাজার ৫৬৮ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। বাকিদের ভিসা প্রক্রিয়াধীন।’

 

ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও হজ পরিচালকের বিরুদ্ধে সম্প্রতি হাবের দুর্নীতির অভিযোগ রয়েছে, এমন একটি প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘আমি দুর্নীতি করি না, টাকা পয়সা খাই না। মন্ত্রণালয়ের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে, আর তা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

 

সংবাদ সম্মেলনে ধর্মসচিব ও হাব নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।