ক্রীড়া পুরস্কার দেওয়া হয় যাদের

ক্রীড়া প্রতিবেদক : শনিবার ওসমানী জাতীয় মিলনায়তনে ২০১০, ২০১১ ও ২০১২ সালে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৩২ জনকে ক্রীড়া পুরস্কার দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানও। ২০১১ সালের ক্রীড়া পুরস্কার পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এ ছাড়া মরোনোত্তর ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছে আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালকে। মরোনোত্তর জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন প্রয়াত হকি তারকা জুম্মন লুসাই।

চলুন দেখে নেওয়া যাক ২০১০, ২০১১ ও ২০১২ সালের ক্রীড়া পুরস্কার প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা :

২০১০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন : হারুন-অর-রশীদ (সুইমিং), আতিকুর রহমান (শ্যুটিং), মাহমুদা বেগম (অ্যাথলেটিক্স), দেওয়ান মো. নজরুল ইসলাম (জিমন্যাসটিক্স), মিজানুর রহমান (সংগঠক), এএসএম আলী কবির (আয়োজক), মো. তকবির হোসেন (সুইমিং) মরণোত্তর, ফরীদ খান চৌধুরী (অ্যাথলেটিক্স), নেলী জেসমিন (অ্যাথলেটিক্স), নিপা বোস (অ্যাথলেটিক্স, প্রতিবন্ধী)।

২০১১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন : রওশন আরা ছবি (জিমন্যাসটিক্স), মো. কাঞ্চন আলী (বক্সিং), মো. আশরাফ আলী (রেসলিং), হেলেনা খান ইভা (ভলিবল), খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রকিবুল ইসলাম (শরীরগঠন), জুম্মন লুসাই (হকি), কুতুবউদ্দীন মোহাম্মদ আকসির (সংগঠক), আশিকুর রহমান মিকু (সংগঠক), শহীদ শেখ কামাল (অ্যাথলেটিক্স, সংগঠক) মরণোত্তর।

২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন : সাকিব আল হাসান (ক্রিকেট), খুরশীদ বাবুল (ফুটবল), আশীক ব্রাদা (ফুটবল), আব্দুল গাফফার (ফুটবল), সত্যজিৎ দাস রুপু (ফুটবল), ফিরোজা খাতুন (অ্যাথলেটিক্স), নাজিয়া আক্তার জুথি (ব্যাডমিন্টন), কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল (সংগঠক), মামুনুর রশীদ (হকি), সালমা রফিক (সংগঠক) মরণোত্তর, নুরুল আলম চৌধুরী (সংগঠক)।