ক্যালিফোর্নিয়ায় ২২ বগি লাইনচ্যুত হয়ে পানিতে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সেতু পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ২২টি বগি লাইনচ্যুত হয়ে বন্যার পানিতে ভেসে গেছে। শুক্রবার এল্ক গ্রোভ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।

ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের মুখপাত্র জাস্টিন জ্যাকব জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে এল্ক গ্রোভ শহরের কাছে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে তিন ব্যক্তি ছিলেন । ট্রেনটি খাদ্যপণ্য নিয়ে বৃহত্তর স্যান ফ্রান্সিসকো বে এলাকার ট্র্যাসি শহর থেকে সাক্রামেন্টোর রোজভিলেতে যাচ্ছিল।

জ্যাকবের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রেনের ৩৩টি বগির মধ্যে ২২টি লাইনচ্যুত হয়ে নিকটবর্তী কসুমনেস নদীর বন্যার পানিতে তলিয়ে যায়।

তিনি জানিয়েছেন, এ দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে তার কোম্পানি। সৌভাগ্যবশতঃ কেউ আহত হয়নি। ডুবে যাওয়া বগিগুলোতে ক্ষতিকর কোনো পদার্থ নেই।