ক্যাডারের জন্য সুপারিশ করা ৮১১ জন নিয়োগ পাননি

নিজস্ব প্রতিবেদক : ২০১০ সালের পর সাতটি বিসিএস থেকে ক্যাডার পদের জন্য সুপারিশকৃতদের মধ্য থেকে ৮১১ জনকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকারি কর্মকমিশন কর্তৃক ২০১০ সাল হতে এ পর্যন্ত ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪তম বিসিএসের মাধ্যমে ২০ হাজার ৭০৯ জনকে ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে যোগ্য বিবেচিত হওয়ায় ১৯ হাজার ৮৯৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, অবশিষ্ট ৮১১ জনকে স্বাস্থ্য প্রতিবেদন, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপূর্ণ তথ্যের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পরিপূর্ণ তথ্য প্রাপ্তি সাপেক্ষে তাদের চূড়ান্ত নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী।