কোভিড ১৯ আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট জিনিন আনেজ

প্রেসিডেন্ট জিনিন আনেজ

বলিভিয়ার প্রেসিডেন্ট জিনিন আনেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার টুইটারে প্রেসিডেন্ট জিনিন আনেজ বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে আমি ভাল আছি। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আইসোলেশনে থেকে তিনি রাষ্ট্রীয় কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

খবর এএফপির।

আনেজ হচ্ছেন লাতিন আমেরিকায় দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে গত মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো নিজের করোনা পজিটিভের কথা জানান।

লাতিন আমেরিকার আরেকজন প্রভাবশালী নেতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হলেন ভেনিজুয়েলার সাংবিধানিক সংসদের প্রেসিডেন্ট ডাইওসদাদো কাবেলো। তাকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরেই সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য করা হয়।

টুইটারে এক ভিডিওতে ৫৩ বছর বয়সী জিনিন বলেন, আবার পরীক্ষার আগে তিনি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

এদিকে আনেজের মন্ত্রিসভার আরো চার সদস্য সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক কোটি ১০ লাখ জনসংখ্যার দেশ বলিভিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১৩ জন। মারা গেছেন ১ হাজার ৬৩৮ জন।