কোপা দেল রে; সেমিফাইনালে বার্সেলোনা

ম্যাচের স্কোর দেখে যে কেউ ভড়কে যেতে পারেন। ৫-৩ গোলে জিতেছে বার্সেলোনা। এমন স্নায়ুক্ষয়ী ম্যাচ জিতে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে তারা।

গতকাল বুধবার রাতে শেষ আটের ম্যাচে গ্রানাডার বিপক্ষ নির্ধারিত সময়ে ২-২ সমতা ছিল। পরে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। যাতে দারুণ জয় তুলে নেয় মেসির দল।

ম্যাচে প্রথমে দুই গোলে অবশ্য এগিয়ে যায় গ্রানাডা। নির্ধারিত সময়ের শেষ দিকে পাঁচ মিনিটে খেলার সমতায় ফিরে কাতালান ক্লাবটি। অঁতোয়ান গ্রিজমান ও জর্দি আলবার একটি করে গোল করেন।

ম্যাচের ১০০তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন গ্রিজমান। দুই মিনিট পর পেনাল্টি থেকে ভিকোর গোলে সমতা আনে গ্রানাডা (৩-৩)। ১০৮তম মিনিটে বার্সেলোনাকে আবার এগিয়ে নেন ডি ইয়ং। আর ১১৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দারুণ জয় নিশ্চিত করেন আলবা।

এদিকে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ছয়বার কোপা দেল রের ফাইনালে খেলেছে বার্সা। শিরোপা জিতেছে চারবার, কিন্তু গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে তারা হেরে যায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। এবার শেষ আটের বাধা পেরিয়েছে তারা।