কুড়িগ্রামে ৩০০ বানভাসী পরিবারের পাশে সেনাবাহিনী

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া তিনশ’ বানভাসী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী এর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া। শনিবার (৪ জুলাই) দুপুরে সেনাবাহিনী এর ৭২ ও ৩০ ব্রিগেডের ব্যাবস্থাপনায় কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নেওয়া বানভাসীদের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবণ তেল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এসময় ক্যাপ্টেন মিজান উর রশীদ ভুঁইয়া, লেফটেন্যান্ট ইজাজ আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মোর্শেদ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে ক্যাপ্টেন মিজান উর রশীদ ভুঁইয়া বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণ করলেও সেইসঙ্গে তাদের মনে করিয়ে দিচ্ছি যে এ বন্যা কবলিত অবস্থায় করোনা ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা ভুলে গেলে হবে না। সেই বিষয়ে আমরা তাদের উদ্বুদ্ধ করছি। সামাজিক দূরত্ব যাতে তারা মেনে চলেন সেটিও আমরা তাদের মনে করিয়ে দিচ্ছি। একইসঙ্গে আমাদের বন্যা ও করোনার যে কার্যক্রম আছে, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এ মূলমন্ত্র সামনে রেখে আমরা উভয় দুর্যোগকে মোকাবিলা করার চেষ্টা করছি।’