কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু রোববার

কুষ্টিয়া প্রতিনিধি : বাউল সাধক লালন সাঁইয়ের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরনোৎসব।

উৎসবকে ঘিরে আখড়া বাড়িতে এখন সাজ সাজ রব। সাধু, লালন ভক্ত ও সাঁইজির অনুসারীদের পদচারণায় পূর্ণ হয়ে উঠেছে লালন আখড়া।

বাংলা ১২৯৭ সালের ১ কার্তিক বাউল সাধক লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার অনুসারীরা এ দিনটি তিরোধান দিবস হিসেবে পালন করে আসছেন।

লালন একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিনের এ স্মরণোৎসব রোববার সন্ধ্যায় সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্বোধন করবেন।