কুষ্টিয়ায় গম বোঝাই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরিদপুর আসা গম বোঝাই একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ট্রেনের চালক জানান, সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর সীমান্ত থেকে গম বোঝায় ২২ ওয়াগান নিয়ে ওই ট্রেনটি ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। কুষ্টিয়া বড় স্টেশন এলাকায় রেললাইনের ‍ওপর দিয়ে বিপরীত দিক থেকে একটি ট্রলি আসলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় গম বোঝায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়।

এ কারণে কুষ্টিয়া থেকে গোপালগঞ্জ, কুষ্টিয়া থেকে রাজবাড়ি রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কুষ্টিয়া বড় স্টেশনের স্টেশন মাস্টার জানান, লাইনচ্যুত ওই ৫ বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ডাকা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেললাইন মেরামত ও বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।