কুষ্টিয়ায় আশুরা পালন

আল-আমীন : পবিত্র ১০ মহররম আশুরা উপলক্ষ্যে গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে গত ১২ অক্টোবর-২০১৬ রোজ বুধবার সকাল ১০টায় স্থানীয় থানাপাড়াস্থ কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । উক্ত মহতি মাহফিলে সভাপতিত্ব করেন গাজ্জালী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুল আওয়াল। গাজ্জালী সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যক্ষ ডাঃ মাজেদুর রহমান, কোর্ট স্টেশন মসজিদের খতিব মুফতি মাওঃ মোঃ আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আনোয়ারুল ইসলাম, কুমারখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল বারি পাটওয়ারী, কবি মীর রফিকুল হক, কামরুল ইসলাম চৌধুরী ।
পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার উদ্যোগে গতকাল ১২ অক্টোবর সকাল ১০টায় দিগন্ত বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্র্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন। বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির জনাব আতিয়ার রহমান, ইবি তালাবার সাবেক সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা জুবায়ের মাহমুদ। বক্তাগন হযরত হুসাইন (রাঃ) এর ত্যাগ ও কুরবানীর কথা তুলে ধরে বলেন যে, সেই লড়াই ছিল অন্যায়, অসত্য, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে। আজও প্রত্যেক মুসলমানের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। তবে অবশ্যই সেটা হতে হবে নিয়মতান্ত্রিক পন্থায়। ইসলাম প্রতিষ্ঠার কথা বলে সন্ত্রাস করা যাবে না।