কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

করোনা উপসর্গ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে ৩ নারীসহ ৬ জন মারা গেছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ২ জন, করোনা ওয়ার্ডে ১ জন এবং আইসোলেশনে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী মিয়ার ছেলে আবদুল খালেক (৬৫), মনোহরগঞ্জ উপজেলার নুরুজ্জামানের মেয়ে আমেনা বেগম (৭৭), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আবদুল হাকিমের ছেলে আবদুল লতিফ (৮০), করোনা ওয়ার্ডে শাহরাস্তি উপজেলার আলী আক্কাসের মেয়ে হোসনেয়ারা (৬০) এবং আইসিইউতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার মৃত সাইদুল হকের ছেলে মহিউদ্দিন (৫৫) ও কুমিল্লার সন্দেশপাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে রাইতের নেসা (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ২৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত রয়েছেন ৪০ জন।