কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধ, গর্ভের সন্তান হত্যার অভিযোগ

কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ করেছেন সোহেল আরমান ও শিল্পী আরমান নামে এক দম্পতি। বিচার চাইতে মৃত নবজাতককে কোলে নিয়ে দিনভর পথে পথে ঘুরে বেড়িয়েছেন তারা। শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হয় ওই দম্পতি।

পরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের নির্দেশে অবশেষে মৃত নবজাতকের মা শিল্পী আরমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকায়।

মামলার বিবরণে জানা গেছে, ওই দম্পতির পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আপন মামা আবুল কালাম ড্রাইভারের সাথে বসতবড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২১ ফেব্রুয়ারি আবুল কালামের স্ত্রী শাহানা, মেয়ে লিমা ও মেয়ের জামাই এপিকসহ পরিবারের লোকজন ওই গৃহবধূ শিল্পী আরমানকে মারধর করে।

এ সময় তার মামি শাশুড়ি শাহনাজ বেগম ওই গৃহবধূর পেটে লাথি মারলে ওই গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রসব বেদনা নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলে একটি শিশু ছেলে সন্তান প্রসব করেন। পরে ২ ঘণ্টার মধ্যে নবজাতক শিশুটি মারা গেলে মৃত নবজাতক সন্তানকে কোলে নিয়ে ওই দম্পতি বিচারের দাবিতে দিনভর সমাজপতিসহ বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ায়।

পরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে গিয়ে বিচার আবেদন করলে বিচারক কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলার করার নির্দেশ দেয়। সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় মারধরের কারণে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় বলে নবজাতকের মা শিল্পী আরমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মৃত নবজাতকের ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠায়।

মৃত নবজাতকের সুরতহাল সংগ্রহ করা কোতয়ালী মডেল থানার এস আই মাসুদ জানায়, মৃত্যুর ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে থানায় মামলা করেছে। আমরা সুরতহাল সংগ্রহ করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার পাঠানো হবে।