কুমিল্লায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

কুমিল্লায় ৭৫ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোতোয়ালি থানার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল নোয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বাজারের ব্যাগে ফেনসিডিল পরিবহনকালে খোকন খাঁন নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত খোকন কুমিল্লার কোতয়ালি থানার উত্তর চর্থা গ্রামের মৃত এরশাদ খাঁনের ছেলে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছেন তিনি। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হবে।

মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।