কি করবেন কুড়িয়ে পাওয়া টাকা খরচ করে ফেললে

আমরা অনেকেই রাস্তায় কিংবা অনেক জায়গায় মানিব্যাগ বা টাকা কুড়িয়ে পেয়ে থাকি। অনেকেই মালিকের সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম না পেয়ে টাকা ফেরোত দিতে পারি না। এখন আপনার অতি প্রয়োজনে পরবর্তীতে সেগুলো খরচ করে ফেললে এখন আপনি কি করবেন।

এখন আপনি অন্যের এই হক থেকে কীভাবে পুরোপুরি মুক্ত হতে পারেন

যেকোনো ধরনের কুড়িয়ে পাওয়া বস্তু (টাকা-পয়সা ও অন্যান্য জিনিস) আমানত। কুড়িয়ে পাওয়ার পর প্রাপ্তিস্থানের আশেপাশে ও জনসমাগমে ঘোষণা দেওয়া এবং মালিক খোঁজ করে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা আবশ্যক।

এমনটি না করে মানিব্যাগটি নিজের কাছে রেখে দেওয়া এবং পরে সে টাকা খরচ করে ফেলা অন্যায় ও গুনাহের কাজ। যদি মালিকের খোঁজখবর পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তাহলে সমপরিমাণ টাকা মালিকের পক্ষ থেকে গরিব-দুস্থদের সদকা করে দিতে হবে।

(বাদায়েউস সানায়ে: ৫/২৯৬; আদ্দুররুল মুখতার: ৪/২৭৮; ফাতাওয়া হিন্দিয়া: ২/২৮৯; আলবাহরুর রায়েক: ৫/১৫২; মাজমাউল আনহুর ২/৫২৬)