কিশোরগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং বহিষ্কৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারীসহ কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, উপজেলা পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রেনুর সাথে কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদের অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে উপজেলা পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলাম রেনুকে মন্ত্রণালয়ের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে রফিকুল ইসলাম রেনুকে সপদে বহালের নির্দেশ দেয়া হলে সরকারপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিলের রায় এখনও হয়নি।

এদিকে ফেসবুক লাইভে এমপির বিরুদ্ধে কথা বলায় এমপির পিএস আমজাদ হোসেন লিটন বাদী হয়ে রেনুর বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে রোববার ঢাকা থেকে পাকুন্দিয়ায় যান রফিকুল ইসলাম রেনু।

সকালে কয়েক’শ কর্মী-সমর্থক থানাঘাট এলাকায় তাকে বরণ করতে যান। ১১টার দিকে রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে শত শত নেতাকর্মী উপজেলা সদরে আসছে। এ খবরে এমপির সমথর্করা কয়েকশ লোক রেনুকে প্রতিহত করতে মাঠে নামেন। সকাল সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের লোকজন রামদা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা পরিষদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় ইটপাটকেলে ইউএনও অফিসের কর্মী হাবিবসহ কয়েকজন আহত হন। এ সময় উভয়পক্ষের অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশসহ কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।