কিশোরগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নিখোঁজের দুইদিন পর মো. শফিকুল নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ জুন) দুপুরে উপজেলার দিগদাইর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শফিকুল পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) দিনগত রাত ১০টার দিকে শফিকুল নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজনের পক্ষ থেকে তাকে খুঁজতে রোববার (৩১ মে) এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে শফিকুলের মরদেহ তাড়াইল উপজেলার দিগদাইর এলাকার একটি ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।