কাশ্মীরে ২৪ ঘণ্টায় ৩ ভারতীয় সেনার আত্মহত্যা

কাশ্মীরে ২৪ ঘণ্টায় তিন ভারতীয় সেনা আত্মহত্যা করেছেন। এদের মধ্যে একজন লেফটেনেন্ট কর্নেল। বৃহস্পতিবার (৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দেশটির কর্তৃপক্ষের বরারত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার (২৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া বুধবার (৩ মার্চ) কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সী আরও এক সেনা সদস্য বুধবার (৩ মার্চ) নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

এর আগে গত ১৮ জানুয়ারি কুপওয়ারা জেলায় দক্ষিণ কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন। এ নিয়ে এ পর্যন্ত চলতি বছরে কাশ্মীরে চার ভারতীয় সেনা আত্মহত্যা করলেন। ২০২০ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩৫ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। তবে তাদের আত্মহত্যার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।