কালকিনিতে ১২৫মন অবৈধ পলিথিন জব্দ; ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড

আরিফুর রাহমান; মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ১২৫মন অবৈধ পলিথিনসহ আজিজুল রাড়ী-(৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার পূর্বআলীপুর এলাকার আকন বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদারীপুরের নির্বাহী মেজিষ্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত যুবককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।
র‌্যাব সুত্রে জানাগেছে, উপজেলার বাশগাড়ি এলাকার দক্ষিন বাশগাড়ি গ্রামের আবদুল হকের ছেলে আজিজুল রাড়ী অবৈধভাবে ঢাকা থেকে পলিথিন এনে পূর্বআলীপুরের আকন বাড়িতে বসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গোপনে পাইকারী মুল্যে বিক্রি করে আসছে। এ খবর পেয়ে মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার মোঃ রইচউদ্দিনের নেতৃত্বে একটি টিম নিয়ে অভিযান চালিয়ে পলিথিনসহ আজিজুল রাড়ীকে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর র‌্যাব-৮এর কমান্ডার মোঃ রইচউদ্দিন বলেন, অবৈধভাবে পলিথিন মজুদ করে বাড়িতে বসে বিক্রির দায়ে আজিজুলকে আটক করা হয়েছে। পরে আমরা ওই নিষিদ্ধ পলিথিন জব্দ করেছি।