‘কারাগারের কষ্ট বিবেচনা নিয়ে দুর্নীতি থেকে বিরত থাকুন’

নিজস্ব প্রতিবেদক : কারাগারের কষ্টের কথা বিবেচনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেছেন, ‘এনবিআর ও দুদকের কোনো কর্মকর্তা যদি অনৈতিক আয় করে আটক বা গ্রেপ্তার হয়, তাহলে কষ্ট পাই। জেলখানার মানবেতর জীবন। সবাইকে বলি, আমরা যেন জেলখানায় না যান। তাই কারাগারের কষ্টের কথা বিবেচনা করে সবাইকে দুর্নীতি থেকে বিরত থাকতে হবে।’

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ‘শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতি নির্মূলে কর্মকর্তাদের দুদককে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টাকা বাতাসে উড়ে বেড়ায়। অবৈধ টাকা উড়ে বেড়ায়। জুয়ার টাকা কোথা থেকে আসে। নিজেরা সর্তক হই। সময় এসেছে কাউকে ছাড় না দেওয়ার। অবৈধ আয় যাতে কেউ করতে না পারে সেজন্য এনবিআরের সহযোগিতা চাই, উদ্যোগ চাই, কর্ম দক্ষতার উন্নয়ন চাই।’

এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সময় এসেছে সত্য বলার। এনবিআরের আয়কর, কাস্টমস সম্পর্কে মানুষের কী ধারণা, তা আপনারা জানেন। দুদক বা এনবিআরের বিরুদ্ধে এ ধারণা কেন থাকবে?’

তিনি বলেন, ‘এনবিআর কর্মকর্তাদের কারণে সম্পদের হিসাব নিতে পারছি না। ট্যাক্সের কোনো বেইজ পাচ্ছি না। এনবিআর কর্মকর্তারা ট্যাক্স সনদ দিচ্ছে। আবার আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, এর উৎস কী। এ প্রশ্ন করতে চাই না।’

সমস্ত কালো টাকা জমি ক্রয়ে চলে যাচ্ছে, এমন কথা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘গুলশানে ১০ কোটি টাকার সম্পত্তি দুই কোটি টাকায় রেজিস্ট্রেশন হয়। প্রত্যেক নাগরিক এনবিআরে সঠিকভাবে ট্যাক্স ফাইল জমা দিলে সম্পত্তি ও অর্থের উৎস জানতে পারব। এনবিআর জিজ্ঞাসা করতে পারে। দুদক ট্যাক্স চায় না, সম্পত্তির হিসাব চায়।’

তিনি বলেন, ‘এদেশে এত লোক। আমাদের ট্যাক্স ভুটান ও নেপালের চেয়ে কম, এটা লজ্জার বিষয়। আমাদের তো সক্ষমতা অনেক বেড়েছে। একটি ইউনিয়ন পরিষদ দুইশ বছর ধরে যদি খানা ট্যাক্স আহরণ করতে পারে, তাহলে এনবিআর কেন প্রতিটি খানা ফাইলের অধীনে একটি ট্যাক্স ফাইল করতে পারবে না। এটা লজ্জার বিষয়।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘১ কোটি লোক থেকে ট্যাক্স নেওয়ার প্রয়োজন নেই। বরং যার ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে তার থেকে নিয়ে যেন দরিদ্রদের দিতে পারি। এটা উন্নত বিশ্বে রয়েছে। এনবিআর কর্মকর্তারা সে পথ তৈরি করতে না পারলে দুদক তাদের জিজ্ঞাসা করতে পারবে না। দুদক ও এনবিআরের আইন দুই রকম। এক দেশে দুই আইন হতে পারে না।’

ইকবাল মাহমুদ বলেন, ‘ট্যাক্স বিভাগ যখন একজনকে সনদ দিয়ে দেয় দুদক তখন কিছু বলতে পারে না। এটা নৈতিকতার প্রশ্ন। সম্পত্তির পরিমাণ দেখে সনদ দেওয়া হয় না। সংবিধানে বলা হয়েছে, অবৈধ আয় চলবে না। ব্যাংকে অনেক টাকা পড়ে রয়েছে। এ টাকার উৎস বের করতে পারছি না, এটার মূল কারণ কর বিভাগ। দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি করবেন, ঘুষ নেবেন, এদেশের মানুষ তা আর গ্রহণ করবে না। অবৈধ আয় হল নেশা, এ নেশা বন্ধ হওয়া দরকার।’

সেমিনারে এনবিআর ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।