কারাগারেই মারা গেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী

কারাগারে মারা গেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমানের (৭২) মৃত্যু হয়েছে। সে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম।

মৃত মাহবুবুরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রাইনহাটি এলাকায়।

শফিকুল ইসলাম জানান, মাহবুবুর রহমান যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দি ছিল। তার কয়েদি নম্বর ছিল-৪৪১২/এল।

আগে থেকেই তার বিভিন্ন শারীরিক অসুস্থতা ছিল। শুক্রবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার জানান, কারা বিধি অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।