কাঁঠালবাড়িতে ফেরিতে ওঠা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৬

মাদারীপুরের কাঁঠালবাড়িতে ফেরিতে ওঠা নিয়ে বিআইডব্লিউটিসির স্টাফ ও ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ সময় ট্রাকশ্রমিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ৩নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কিশোরী ফেরি কোয়াটার মাস্টার জাকির খান, ঝালকাঠির নলছিটির আমুয়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে ফিরোজ আলম (৫৫), একই এলাকার মাহমুদ হোসেনের ছেলে হিরা (৪৮) ও রাজধানীর কদমতলী এলাকার নিজাম উদ্দিন মন্ডলের ছেলে ফয়সাল মন্ডল (৩৪), খুলনার ফুলতলা এলাকার সবুর বেপারীর ছেলে হান্নান বেপারী (২৮) ও গোপালগঞ্জের মুকসুদপুরের মুকুল মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৬)।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক মনির হোসেন জানান, কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য কিশোরী নামের ফেরিতে ৩নং ফেরিঘাটে যানবাহন লোড করা হচ্ছে। এ সময় ফেরিতে পণ্যবাহী ট্রাক উঠতে বাধা দেয় ওই ফেরির কোয়াটার মাস্টার জাকির খান। এর কারণ জানতে চাইলে হাতে থাকা গরম চা কাপসহ শ্রমিকের মুখে নিক্ষেপ করেন করেন তিনি।

পরে লোহার রড দিয়ে ফিরোজ আলম নামে এক ট্রাক শ্রমিক আঘাত করেন জাকিরকে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘাট থাকা অন্য শ্রমিকরা বিআইডব্লিউটিসির স্টাফদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কিশোরী ফেরি কোয়াটার মাস্টার জাকির খানসহ ৫ ট্রাকশ্রমিক আহত হন। খবর পেয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটে দায়িত্বে থাকা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে আনে।