কলম্বিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১৭

সন্ত্রাসী হামলায় নিহত ১৭

কলম্বিয়ায় চোরাকারবারি, সন্ত্রাস, মানবপাচার চক্র ও সাবেক ফার্ক গেরিলা অনুসারীদের মধ্যে সঙ্গে সংঘাতে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার ২২ আগস্ট স্থানীয়দের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস।

লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয় জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।

অন্যরা চলতিমাসের বিভিন্ন সময় হামলায় অথবা সম্মুখ যুদ্ধে মারা গেছেন।

এ ঘটনায় টুইট বার্তায় দু:খ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে।

দেশটির সশস্ত্র ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় অন্য সন্ত্রাসী দলের গোলাগুলি খবর পাওয়া যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এই ফার্ক দলের সদস্যরা বিভিন্ন জায়গায় চোরাচালালের সঙ্গে সম্পৃক্ত।