কলকাতার তপসিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন

কলকাতার তপসিয়ার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন পুড়ে ছাই হয়ে গেছে ৫০ থেকে ৬০টিরও বেশি ঘর।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে আগুন লাগে তপসিয়ার দাতা বাবা এলাকায়। ওই বস্তিতে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ বসবাস করতেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৪টার দিকে আগুন দেখতে পান। দমকলকে খবর দিয়ে নিজেরাই আগুন নেভাতে শুরু করেন। বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দমকল বাহিনীর ১২টি অগ্নিনির্বাক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা পৌঁছনোর আগেই ছাই হয়ে যায় অধিকাংশ ঘর।

ঝুপড়িগুলোর সামনেও প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল বলে দাবি প্রশাসনের। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, ঝুপড়ির বাসিন্দারা পুরানো রাসায়নিকের ড্রাম, পলিথিন এ ধরণের জিনিসের ব্যবসা করেন। সেই কারণে প্রচুর দাহ্য পদার্থ জমা ছিল ঝুপড়িগুলোর সামনে।