কর্ণফুলী ‘তে জাহাজডুবি

২ হাজার ২৪৬ টন স্ক্রাপ লোহাসহ একটি জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে।

বুধবার (৭ জুলাই) ভোররাতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা ‘এমভি বর্ণিয়া প্রিন্স-২’ নামের জাহাজটি ডুবে যায়।

লিডমন্ড শিপিং লিমিটেডের অপারেশন ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, আবুল খায়ের গ্রুপের পণ্যবাহী লাইটার জাহাজটিতে ১৪ জন নাবিক ছিলেন, তারা সবাই নিরাপদে কূলে উঠতে সক্ষম হয়েছেন।

তিনি জানান, বহির্নোঙর থেকে পণ্য আনার পর জাহাজটি গত ১৫ জুন থেকে খালাসের জন্য সিরিয়ালে অপেক্ষমাণ ছিলো। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে নদীতে প্রচণ্ড জোয়ার ও স্রোতের বেগে জাহাজটির রশি ও নোঙর ছিড়ে উল্টে যায়। এরপর জাহাজ চলাচলের পথ চিহ্নিত করার জন্য বন্দর কর্তৃপক্ষের টাগবোট কাণ্ডারী পাঠানোর জন্য খবর দেওয়া হয়।

জাহাজটিতে ২ হাজার ২৪৬ টন স্ক্র্যাপ ছিলো বলে জানান এ কর্মকর্তা।