করোনা: স্থগিত হলো জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ

এই আগস্টে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দেশের করোনা মহামারি পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

করোনাকালে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে ক্রিকেট। এরইমধ্যে ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট ফিরেছে। বেশ কয়েকটি দেশ ক্রিকেট ফেরানোর পথেই আছে। জিম্বাবুয়ে ক্রিকেটও সেই পথেই যেতে চেয়েছিল। এমনকি নিয়ন্ত্রিত পরিবেশে সিরিজ আয়োজনের জন্য জিম্বাবুয়ে সরকারের কাছে আবেদনও জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু জিম্বাবুয়ের ক্রীড়া ও বিনোদন কমিশন সেই আবেদন নাকচ করে দিয়েছে।

সিরিজ বাতিল হয়ে যাওয়া জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য বড় ধাক্কা। কারণ তীব্র অর্থ সংকটে থাকা বোর্ডের জন্য এই সিরিজ হতে পারত অনেক বড় স্বস্তির কারণ। এমনিতেই জিম্বাবুয়ে ক্রিকেটের ঘাড়ে অনেক বড় ঋণের বোঝা চেপে আছে। বোঝা কমাতে এরইমধ্যে খরচের খাতায় লাগাম টেনেছে বোর্ড। আফগানিস্তান সিরিজ মাঠে গড়ালে আর্থিক ধাক্কা কিছুটা সামাল দেওয়া যেত। কিন্তু এবার সেটাও হাতছাড়া হলো।