করোনা ভাইরাস- বগুড়ায় আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাফিউল আলম (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন হলেন- সদর উপজেলার খান্দার এলাকার কোহিনুর (৫৫), প্রত্নতত্ত্ব অধিদফতরের বগুড়ার আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মজিবুর রহমান (৫৮) ও আয়কর আইনজীবী এমাজউদ্দিন (৬২)।

ডা. খায়রুল বাশার মোমিন জানান, সাফিউল আলম করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার (২০ জুন) দুপুর পৌনে ১২টায় আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সোয়া ৮টার দিকে মারা যান তিনি।

মরদেহ দাফনের জন্য জীবাণুমুক্ত করে গ্রামের বাড়িতে পাঠানো হবে।