করোনা ভাইরাস; দেশে টিকা নিল ৭ লাখেরও বেশি মানুষ

মহামারি করোনাভাইরাস নির্মূলে দেশব্যাপী টিকাদান কর্মসূচী শুরুর পর প্রথম সপ্তাহে ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার নতুন করে আরও ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে যার মধ্যে পুরুষ ভ্যাকসিনগ্রহীতার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৩ জন এবং নারী ৬৭ হাজার ৩২৮ জন।

শনিবার পর্যন্ত সারাদেশে মোট ১৪ লাখ মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

দেশব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রম শুরুর সপ্তম দিনে টিকা নেওয়ার পর ৩১ জনের দেহে মৃদু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশে যে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়েছে তাতে প্রথম ধাপেই ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে টিকাদানের সংখ্যা।