করোনা ভাইরাস; তিন সপ্তাহের জন্য বন্ধ হচ্ছে চাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, বিকাল ৪টায় সিন্ডিকেটের জরুরী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিন সপ্তাহের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরিকল্পনা রয়েছে।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে করোনা ভাইরাস আক্রান্ত আশঙ্কায় ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হয় ইতালি ফেরত এক যুবকসহ ছয়জনকে। তবে যাচাই-বাছাই শেষে তারা ভাইরাস মুক্ত বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ছয়জনের মধ্যে ইতালি ফেরত যুবকের দেশে ফেরার পর ১৪ দিন পার হওয়ায় তাকে ছাড়া বাকি পাঁচ জনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে বুধবার (১৮ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।