করোনা ভাইরাস- চাঁদপুরে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

করোনা উপসর্গ

জেলা প্রতিবেদকঃ চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট) নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে মারা যান তারা।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন গুণরাজদী এলাকার মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭) ও গুয়াখোলা এলাকার জয়দল (৬৩)। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিগঞ্জের দিবাকর (৭৩)। চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী (৮০) বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের আব্দুল মোমেন (৫৮), হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবুল বাসার (৭৫), মতলব উত্তর উপজেলা ফরাজিকান্দি গ্রামের মো. জামান (১২)। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

চাঁদপুরের সিভির সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২০ জন (তাদের মধ্যে মৃত ২ জন), হাজীগঞ্জ উপজেলার ১৭ জন (তাদের মধ্যে মৃত ২ জন), হাইমচরের ৫ জন, শাহরাস্তির ১১ জন, ফরিদগঞ্জের ৫ জন, মতলব দক্ষিণ উপজেলার ৭ জন, মতলব উত্তর উপজেলার ৩ জন এবং কচুয়া উপজেলার ৫ জন।