করোনা ভাইরাস- কিশোরগঞ্জে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দেড় ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু

করোনা উপসর্গ

জেলা প্রতিবেদকঃ করোনার উপসর্গ নিয়ে ভর্তির দেড় ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত যুবকের নাম রফিকুল ইসলাম (২৭)। তিনি জেলার হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

রোববার রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে খুবই সংকটাপন্ন অবস্থায় রফিকুল ইসলামকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার তীব্র শ্বাসকষ্ট, কাশি ও জ্বর ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, মারা যাওয়ার পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনা সংক্রমণের শিকার ছিলেন কিনা?

মিঠামইন উপজেলা প্রশাসন জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে রফিকুল ইসলামকে ঘাগড়া গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সুম মহান, মিঠামইন থানার ওসি জাকির রাব্বানীসহ স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।