করোনা ভাইরাস- আবার লকডাউন বেইজিং!

আন্তর্জাতিক ডেস্কঃ বেইজিংয়ে দ্বিতীয় ধাপে ভয়াবহ সংক্রমণ দেখা দেওয়ার কারণে পুনরায় লকডাউন চালু হয়েছে শরহটিতে। এরই মধ্যে আংশিক লকডাউন করা হয়েছে।

বেইজিংয়ের কর্তৃপক্ষ শহরের করোনভাইরাস প্রাদুর্ভাবকে “অত্যন্ত মারাত্মক” হিসাবে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে করোনার বিস্তার ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলছেন বেইজিং শহরের মুখপাত্র জু হিজিয়ান।

জরুরি প্রয়োজন ছাড়া শহরবাসীকে চলাচল নিষেধ করা হয়েছে এবং যে যেখানে ভ্রমণ করবে সবাইকে করোনা টেস্ট করার কথা জানানো হয়েছে। শহর থেকে অন্যান্য শহরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি পুনরায় খোলা হয়েছিল তাদেরকে আবারও অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে বাড়ি থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে। অভ্যন্তরীণ খেলাধুলা এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং লাইব্রেরি, জাদুঘর, আর্ট গ্যালারী এবং পার্কগুলিকে এখন কার্যক্রম সীমিত করতে বলা হয়েছে।

চীনে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮৩ হাজার ২৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন।