করোনা ভাইরাস- আক্রান্তে ইতালিকে ছাড়ালো পেরু

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আক্রান্তের সংখ্যায় পেরু, শুরুতে করোনার প্রাণকেন্দ্র হয়ে ওঠা ইতালিকেও ছাড়িয়ে গেলো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সন্ধ্যায় ইতালিকে টপকে যায় পেরু। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ২ লাখ ৪০ হাজার ৯০৮ জন আক্রান্ত হয়েছে। একদিনে মারা গেছেন ২০১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৫৭।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৮২৮ জন। আক্রান্তের সংখ্যায় ইউরোপিয়ান দেশটিকে টপকে বিশ্বে সপ্তম স্থানে জায়গা করে নিলো পেরু। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য ও স্পেন।

৬ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের কয়েক দিনের মধ্যে কঠোর লকডাউন ঘোষণা করেছিল পেরুর সরকার। তবে আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েই গেছে।

উল্লেখ্য, বিশ্বে এখন পযর্ন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে চার লাখের বেশি। এরমেধ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।