করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আমাজনের আদিবাসী নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় রেইফরেস্ট আমাজনের প্রভাবশালী একজন আদিবাসী নেতা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

বুধবার ব্রাজিলের পারা প্রদেশের উত্তরাঞ্চলের একটি হাসপাতালে মারা যান পাইয়াকান।

বিবিসি জানায়, পাউলিনহো পাইয়াকান নামে ওই নেতা আমাজনে আদিবাসীদের রক্ষায় সুনাম কুড়িয়েছিলেন। তিনি কায়াপো জনগোষ্ঠীর লোক ছিলেন। সেসময় আমাজনে ব্রাজিলের সবচেয়ে বড় হাইড্রোলেক্ট্রিক প্রজেক্টের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্যাম এই প্রজেক্ট।

১৯৯৮ সালে পাইয়াকানের বিরুদ্ধে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। এই ঘটনায় তার স্ত্রীকেও দোষী সাব্যস্ত করা হয়। তবে এই আদিবাসী নেতার সহযোগীদের অভিযোগ, পাইয়াকানের সুনাম নষ্ট করতে এবং আমাজনকে রক্ষায় তার তৎপরতাকে থামিয়ে দিতে তাকে ধর্ষণের মামলায় জড়ানো হয়েছিল

পরিবেশবাদী সংগঠন প্লানেট আমাজনের প্রতিষ্ঠাতা গের্ট-পিটার ব্রুখ বলেন, আমাজনকে রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে তিনি পুরো পৃথিবীর আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে পুরোটা জীবন ব্যয় করেছেন।

এই পরিবেশবাদী নেতা আরও বলেন, পাইয়াকান তার সময় থেকেও এগিয়ে ছিলেন। আমরা প্রকৃত অর্থেই তার মতো পথপ্রদর্শক হারালাম।