করোনা ভাইরাসঃ কুমিল্লায় নতুন ৪৫ জন আক্রান্ত

করোনা

কুমিল্লা সিটি করপোরেশনে নতুন করে আরও ১৬ জনসহ জেলায় ২৪ ঘণ্টায় মোট ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৩৬ জন। জেলায় আরও ২ জনসহ মারা গেছেন ১৬৭ জন। এই দুজনের মধ্যে আদর্শ সদর উপজেলায় একজন এবং তিতাস উপজেলায় একজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একদিনে সুস্থ হয়েছেন আরও ২৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ ৫ হাজার ১১৫ জন। করোনা বিস্তারের পর থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গের নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৮৩৫ জনের।

এরমধ্যে প্রাপ্ত রিপোর্ট ৩০ হাজার ৩ জনের। পরীক্ষার রিপোর্টে মোট পজিটিভ ৬ হাজার ৬৩৬ জনের।

নতুন করে করোনায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সিটি করপোরেশনে, বুড়িচং ৬, বরুড়া ৫, লাকসাম ৫, চৌদ্দগ্রাম ৪, আদর্শ সদর ৩, লালমাই ২, মনোহরগঞ্জ একজন, তিতাস একজন, দেবিদ্বার একজন এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় একজন রয়েছেন।