জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার

করোনা পজিটিভ বাফুফে সহ-সভাপতি বাদল রায়

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনা পজিটিভ আসে।

করোনার উপসর্গ নিয়ে গত পরশু রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়। এরপর করোনা পরীক্ষা করা হয় তার। এরপর করোনার রিপোর্ট পজিটিভ আসে সাবেক এই তারকা ফুটবলারের। তবে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে ফিরেছেন।

তবে বাদল রায়ের অবস্থা খুব বেশি গুরুতর নয়।

তিনি জানান, ‘বর্তমানে সুস্থ আছি। শরীরে তেমন কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে আছি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বিদেশে চিকিৎসাধীন ছিলেন বাদল রায়।

সাবেক এই ফুটবলার বাফুফের সহ-সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন।