করোনা আক্রান্ত সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম

ফেরদৌসী ইসলাম জেসী

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফেরদৌসী জেসী ইসলাম নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

এর আগে আরো ১৬ জন এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হন।

সংসদ সদস্য জেসি জানান, চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের মেডিকেল সেন্টার তার নমুনা নেয়। তিনি ছাড়াও আরও ৯০ জন এমপির নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার তার রেজাল্ট পজিটিভ আসে।

জেসি চাঁপাইনবাবগঞ্জ এর বিখ্যাত রাজনৈতি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য। পারিবারিক ও ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন। নবাবগঞ্জ সরকারি কলেজে পড়াকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করাসহ বিভিন্ন সময়ে তিনি এই সংগঠনের ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ আসনে জেসি এর মনোনয়ন দেন।