করোনা আক্রান্ত যুবলীগ চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ

যুবলীগ চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনের প্রচার সম্পাদক জানান, তাদের চেয়ারম্যান মঙ্গলবার (১৯ জানুয়ারি) করোনাভাইরাস পরীক্ষার ওই রিপোর্ট হাতে পান। সোমবার থেকে তিনি কিছুটা জ্বর জ্বর অনুভব করছিলেন। গতকাল সকালে টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। পরে গতকাল রাতেই রিপোর্ট পজিটিভ আসে।

জয়দেব নন্দী আরও জানান, পরশ ভাই ডাক্তারের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছেন। তার শরীরের অবস্থা এমনিতে ভালো।

এদিকে, মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ৮ মাসের মধ্যে আজই সর্বনিম্ন মৃত্যু হলো। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৫০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।