প্রবীণ আইনজীবী

করোনা আক্রান্ত ফেনী জেলা আ’লীগের সভাপতি আকরামুজ্জমান

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২১ জুন) দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের এ বর্ষীয়ান নেতার সুস্থতার জন্য ফেনীবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি নিজাম উদ্দিন হাজারী।

আকরামুজ্জমানের পারিবারিক সূত্রে জানা যায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি মানসিকভাবে চাঙ্গা রয়েছেন। গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি। শুক্রবার (১৯ জুন) তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। এর আগেও একবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল ফেনীতে। সেটি নেগেটিভ এসেছিল।

অ্যাডভোকেট আকরামুজ্জমানের ভাতিজা সাংবাদিক আসাদুজ্জামান দারা বলেন, ‘চাচার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এখন শ্বাসকষ্ট অনেকটাই কমেছে।