করোনায় ৯ লাখ চাকরিজীবীর বেতন বাড়িয়েছে যুক্তরাজ্য

image

যুক্তরাজ্যে ডাক্তার ও শিক্ষকসহ কমপক্ষে ৯ লাখ সরকারী চাকরিজীবীর বাড়তি বেতন পেতে যাচ্ছে। করোনা মহামারিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মূল্যস্ফীতিরর চেয়ে বেশী (৩ দশমিক ১ শতাংশ পর্যন্ত) হারে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর রিশি সুনাক।

অর্থবিভাগ বলছে, বর্ধিত বেতনের অর্থ বিভাগীয় বাজেট থেকে আসবে। কিন্তু এরপরও ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে চিকিৎসকরা আরো বেশিকিছু আশা করেছিলো। নার্স ও জুনিয়র চিকিৎসকরা ঘোষিত ইনক্রিমেন্টের বাইরে থাকবে। কেননা তারা ২০১৮ ও ২০১৯ সালে আলাদা বেতন কাঠামোর চুক্তি করেছে।

কার কতটুকু বাড়ছে?

  • ইংল্যান্ডের শিক্ষক ও দাতের চিকিৎসকদের যথাক্রমে ৩.১ শতাংশ এবং ২.৮ শতাংশ বাড়বে।
  • পুলিশ, কারারক্ষী, জাতীয় অপরাধ তদন্ত বিভাগের কর্মী- কর্মকর্তাদের ইংল্যান্ডে বাড়বে ২.৫ শতাংশ, ওয়েলসে ২ শতাংশ বাড়বে। তবে যুক্তরাজ্যের সব জায়গায় সেনাসদস্যের বেতন বাড়বে ২ শতাংশ।
  • বিচার বিভাগের সদস্য, সিনিয়র সরকারি কর্মকর্তারা ২ শতাংশ বাড়তি বেতন পাবেন।

মি. সুনাক বলেন, গত কয়েক মাস প্রয়োজন মত সরকারিখাতের সেবাদানকারীরা যথেষ্ট অবদান রেখেছে। তিনি বলেন, মুল্যস্ফীতির বেশি বেতন বৃদ্ধিতে আমরা সংশ্লিষ্টখাতের মতামত নেয়া হয়েছে। উল্লেখ্য জাতীয় স্বাস্থ্যখাতের মোট ৩০০ জন কেবল ইংল্যান্ডেই মারা গেছেন। যাদের বেশিরভাগই করোনারোগীদের চিকিৎসা দিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে লেবার পার্টির এমপি এ্যানেলিজ বলেন, কনজারভেটিভ সরকার ৭ বছর ধরে ইনক্রিমেন্ট বন্ধ রেখেছিলে। তবে নতুন এ বেতন বৃদ্ধি খুশির খবর হলেও অনেক সামনের সারির কর্মীরা একদশক ধরে যতটুকু বঞ্চিত হয়েছে তা পূরণ হবে না।