করোনায় স্থগিত ওয়ার্ল্ড সার্ফ লিগ

ওয়ার্ল্ড সার্ফ লিগ

করোনার প্রভাবে স্থগিত হয়েছে সার্ফিং এর অন্যতম বড় আসর ওয়ার্ল্ড সার্ফ লিগ । এ নিয়ে হতাশ সার্ফাররা। তাই অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটাতে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি সার্ফিং প্রতিযোগিতা।

ওয়ান ডে পুল নামে এই ইভেন্টে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট ১৬ জন সার্ফার। ইভেন্টে কৃত্রিমভাবে তৈরি ঢেউয়ে সার্ফিং করে প্রতিযোগীরা। সবাইকে পেছনে ফেলে সবচেয়ে বেশি স্কোর করেছেন ফিলিপ টোলেডো ও কোকো হো জুটি।

সার্ফার কেলি স্ল্যাটার বলেন, আমরা সার্ফিং এ ফিরেছি সত্যি। কিন্তু এভাবে দর্শক ছাড়া কখনো সার্ফিং করা হয়নি। কেমন যেনো অদ্ভুত মনে হচ্ছে। কিন্তু কি আর করার? আমাদের হাতে কিছুই নেই। করোনার কারণে আমাদের এখানে এমন নিয়ম হয়েছে যা মানতে হবেই। তবে, এতদিন পর প্রতিযোগিতামূলক কোন আসরে ফিরে ভালো লাগছে। হোক সেটা চ্যারিটি।

ওয়ার্ল্ড সার্ফ লিগ পেশাদার সার্ফারের জন্য পরিচালনা কমিটি এবং বিভিন্ন প্রগতিশীল ফর্ম্যাটে বিশ্বের সেরা প্রতিভা প্রদর্শনের জন্য নিবেদিত। এটি মূলত ফ্রেড হেমিংস এবং রেন্ডি রারিক 1976 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পেশাদার সার্ফিং হিসাবে পরিচিত ছিল।