করোনায় মৃত্যুতে ইতালিকে টপকে ভারত

ভারত

করোনা ভাইরাসে মৃত্যুর দিক দিয়ে ইতালিকে ছাড়িয়ে গেল ভারত । বৃহস্পতিবার (৩০ জুলাই) কোভিড-১৯ এ ভারতে ৭৮৩ জনের মৃত্যু হয়। দেশটিতে একদিনে মৃত্যুসংখ্যায় এটি সর্বোচ্চ।

এ পর্যন্ত দেশটিতে করোনার মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ৭ জন ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।

করোনা সংক্রমণের ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। আক্রান্তের দিক দিয়ে রাজস্থান,পাঞ্জাবসহ পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। কোভিড ঊনিশ মোকাবিলায় মোদি সরকার চেষ্টা চালিয়ে যাবার পরও আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে দেশটিতে।

এদিকে, করোনা টিকা আবিষ্কারে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও বসে নেই। ভ্যাকসিন চলতি বছরেই বাজারে চলে আসবে বলে আশাবাদী নয়াদিল্লি।